দেবস্মিতা ধর, ফিচার রাইটার, কলকাতা:

কমলকুমার মজুমদার একবার কথায় কথায় বলেছিলেন "আত্মবিচরণ একটি জাতির মান নির্ণায়ক!" কথাটা সুন্দর, তার চেয়েও সুন্দর আমাদের সহজাত ঔদাসীন্য! গানে গানে সুর ওঠে/প্রজাপতি রঙ খোঁজে মালঞ্চে/বৎসর পার হয়ে যায়... আগামীর প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা ছোট ছোট প্রাণ ছোট ছোট কথা ভুলে এক ঝলক তাকিয়ে নেয় পিছনের কর্কশ বিহানের দিকে, তবু নতুন আসে নতুনের টানে, অশেষ প্রয়োজনে। কোথাও জমে থাকে রক্ত ছাই, কিংবা বিস্মৃত শব্দ দলিল, কোথাও বা অভাবী অনুরাগ! এই মৃত্যুময় বেদনার্ত উপত্যকায় যুগান্তরের অভিশাপ যেন লেপটে গেছে! তবু তো নৈঃশব্দ নেই, আছে উন্মুক্ত কোলাহল! আছে সৃষ্টির বিশালতা! আছে স্পর্ধা, মুখোমুখি চুম্বনের মতো উষ্ণ সংবেদন!

চারিপাশের অসহ্য হাহাকার, আর্তনাদ আর আত্মহত্যাকে পাশ কাটিয়ে তবুও তো আমরা চলেছি শান্ত নীল এক সরোবরের খোঁজে! যেখানে দু মুঠো ভাত খাওয়া যায় ডাল শুক্তো দিয়ে! যেখানে বন্ধুরা দেখতে স্বর্গীয় সুন্দর হয়! যেখানে মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে রেডিওতে অনুরোধের আসর শোনেন, যেখানে ছোটো ছেলেটি দুলে দুলে সহজপাঠ পড়ে! কিংবা মেয়েটি হয়তো বহু কষ্টে হারমোনিয়ামে দ্বিজেন্দ্রগীতি তুলে নেয়! সেই অপার পরিচিত পৃথিবীটাই তো আমাদের! সেই আটপৌঢ়ে অগোছালো গভীর জীবন সরোবরকে একদিন ঠিক খুঁজে পাবো যেখানে স্থূলতা, চাটুকারিতা নয়! বরং সারল্যের, মাধুর্যের আর ভালোবাসার তরঙ্গ জাগবে। মহাকাল ততদিন আমাদের হাতটা শক্ত করে ধরে থাকুক, দেখিয়ে যাক নিয়মমাফিক আগামীর দরজা! আর তার ধূসর নেমপ্লেটে বারবার এমনভাবেই লেখা থাকুক "শুভ নববর্ষ!"

(www.theoffnews.com - Bengali nababarsha)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours