অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
তোমার আমার সম্পর্কের সমীকরণে আজ একাকীত্ব গ্রাস করেছে,
বসন্তের বিকেলে ঝিরি ঝিরি হাওয়ায় বুঝি তোমার আসার আনাগোনা!
মৃত কাঠগোলাপের গন্ধ টের পাচ্ছি কিছুটা...
আজ ভুল প্রেমের কাটাকুটি খেলায় হার মেনে আমি বড় ক্লান্ত!
ভালোবাসার কাছে নাতজানু হলে বুঝি বুকে আদর জন্মায়,
সেই আদরে ভিজে যায় কত রাত্রির মায়া!
আস্ত সুখের হাতছানিতে বুকে পাথর চাপা একটা কষ্ট,
পলাশ ফুলের টুকরো পাঁপড়ির রং চুরি করে রাঙিয়েছি দুটো হাত!
(www.theoffnews.com - poem painting)
Post A Comment:
0 comments so far,add yours