দীপ্তি জামান, লেখিকা, বাংলাদেশ:

প্রেম সংক্রান্ত ব্যাপারটি যেমন বৈচিত্র্যময় তেমনি আপেক্ষিকও বটে৷ প্রেমের যৌন আকাঙ্খার ক্ষেত্রে আপেক্ষিকতার গুরুত্ব একটু বেশিই। কেননা, প্রেমের দৈহিক সমিকরণে দেখা যাচ্ছে যে, প্রেম নামের এই সার্বজনীন অনুভূতিটি কেবল একটি শরীরে বসবাস করতে চায় না৷ বলা যেতে পারে শরীরবৃত্তীয় প্রেমের এটি একটা শুচিবাই বা মানসিক অসুখ, শুধু শরীর থেকে শরীরে বদল হতে চায়৷ এক অর্থে জৈবিক প্রেমের প্রচলিত ধারায় একে গুরু দোষেদুষীও বলা যায় না কারণ, এটা একটা সহজাত প্রক্রিয়া৷ 

সাধারণ অর্থে প্রেম বলতে আমরা বুঝি, একজন নর ও নারীর মধ্যে প্রণয়ঘটিত বা হৃদয়ঘটিত পারস্পরিক সম্পর্ক স্থাপন৷ বাঙালি সমাজের প্রেক্ষাপটে এই পারস্পরিক সম্পর্কটি তৈরি হয় একটি লক্ষ্যকে কেন্দ্র করে, যেমন বিবাহ বা পরিণয়কে ঘিরে৷ তাই আজকাল এই সম্পর্কের ওপর দেখা যাচ্ছে পারিবারিক ও সামাজিক মৌনসম্মতি৷ সুতরাং সম্পর্কটি থাকছে না আর ব্যক্তিগত সীমারেখায়৷ 

বিবাহত্তোর এ সম্পর্কটির গোপন অবস্থা ও তার বাস্তবতা --- বাঙালি প্রথাগত সমাজব্যবস্থায় বৈবাহিক সম্পর্ক একটা লম্বা সময়ের বন্ধন। এককথায় মৃত্যু অবধি সম্পর্কটিকে টিকিয়ে রাখার অঘোষিত দায় বহন করে চলতে হয়৷ যদিও একপতি-পত্নী একনিষ্ঠ কামচরিতার্থ সাধু পুরুষও স্বীকার করে না৷ ভেতরে ভেতরে সেও লোলুপ৷ নারী পুরুষও তাই৷ মানুষ বলতেই রুচির পরিবর্তন চায়৷ নতুনের ওপর কৌতূহল মেটাতে চায়৷ তাই দীর্ঘদিন থেকে চলতে থাকা দাম্পত্য যৌনসম্পর্ক সুখের চেয়ে গোপনে গোপনে মানসিক বিড়ম্বনা হয়ে ওঠে৷ একটা পর্যায় দেখা যায়, দাম্পত্য সম্পর্কটি একযুগ পরে হলেও শরীরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে৷ প্রেম বলে আর তেমন কিছুই অবশিষ্ট থাকে না৷ সম্পর্কটি টিকে থাকে বিবেক কিংবা মানববিক দায়বদ্ধতার ওপর৷ চলে আসে দাম্পত্য যৌনসংসর্গের মধ্যে একঘেয়েমির ক্লান্তি৷ মানসিক অবসাদ৷ মন খুঁজে  অন্যকোন শরীর ও মনে স্বস্তি, দু'দন্ড শান্তি৷ চায় জীবনে আরেকবার আসুক প্রেম, ঝাঁপিয়ে পরুক তার সর্বাঙ্গে, লন্ড-ভন্ড করে দিয়ে যাক তার শরীর দেহ মন।

(www.theoffnews.com - love)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours