লা গমেরার ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ৭০ বছর বয়সি এই ব্যক্তি গতবছরের ১২ ডিসেম্বর আটলান্টিক মহাসাগর পারি দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। শনিবার ক্যারিবিয়ান অ্যান্টিগুয়াতে পদার্পণের মাধ্যমে তিনি এক অনন্য রেকর্ড গড়লেন।
এর আগে ফ্রাঙ্কের শ্যালক রোজার ৬১ বছর বয়সে মারা গিয়েছিলেন এই চেষ্টা করতে গিয়ে। রোজার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যালঝাইমার্স রিসার্চ ইউকের জন্য ৪ লাখ ৪৮ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তার সেই প্রচেষ্টা সফল হয়নি। তবে এবার ব্রিটিশ নাগরিক ফ্রাঙ্ক তার শ্যালকের চেষ্টাকে সফল করলেন।
আটলান্টিক মহাসাগর পারি দেওয়া সবচাইতে বয়স্ক ব্যক্তি হিসেবে ফ্রাঙ্কের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। আইসল্যান্ড ফুড চ্যারিটেবল ফাউন্ডেশন ফ্রাঙ্কের এই সফলতার জন্য আগের চাওয়া অনুদানের অর্থ দ্বিগুনের ঘোষণা দিয়েছে।
ফ্রাঙ্ক বলেন ‘শেষের দিকে আমার কিছুটা বেগ পেতে হয়েছে কিন্তু এখন আমি নিজের জন্য খুবই গর্বিত। একই সঙ্গে এটি আমার জন্য খুবই আবেগঘণ মূহুর্ত। আমার সবচাইতে বড় পাওয়া আমি রোজার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পেরেছি।
(www.theoffnews.com - Bangladesh Frank Rothwell Antigua Antarctica)
Post A Comment:
0 comments so far,add yours