চন্দ্রিমা দত্ত (সাঁজবাতি), লেখিকা ও শিক্ষিকা, শ্রীরামপুর, হুগলি:
স্মৃতি তাড়িত মূহুর্তগুলোর যোগফলে যে দিন কথা বলে, তা বড় নিষ্ঠুর। কোনো মানসিক বোধের মূহুর্ত খোঁজে সহযাত্রা। খোঁজে অবলম্বন, কোনো সহমর্মিতা ও ভালবাসার ঠিকানা, বন্ধুত্বের সুখ ও সঙ্গ। এর থেকেই ভিতরমুখী আকুলতার জন্ম নেয়।পাওয়া না-পাওয়ার অতৃপ্তি বেদনার সুরে জাগায় এক প্রেমিক হৃদয়।
শান্তসুখের স্বপ্নময় দিনের দিকে পৌঁছাতে ইচ্ছে হয়। মূহুর্তের প্রতিমা গড়তে গড়তে যেন অনেক ঋতুর উৎসব পেরিয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ, ব্যঞ্জনা, অবয়ব ভাঙে আবার গড়েও নেয়।
কিন্তু, মনে যা চিরস্থায়ী হয়ে বসবাস শুরু করে, বা অবিরাম হৃদয়ের ওঠাপড়ার ছন্দকে কি স্মৃতি বলা উচিৎ? বরং বলা যেতে পারে বর্তমান ও ভবিষ্যৎ।
কোন কোন মূহুর্তের ভাবনা তো স্থায়ী হয়ে চোখের পাতায় বসে থাকে। এমনি করেই দিন যায়, দিন আসে। তবু ঐ মূহুর্তের স্থায়িত্ব কাটে না, বরং আরো গভীরে ডেকে নিয়ে যায়।
কি এক আশ্চর্য মোহন সঙ্কল্প, তৃষ্ণা জ্যোৎস্না মেঘ রুদ্রের চলাচল টলিয়ে দেয় মন, চোখের পাতা, হৃৎপিন্ডের ছান্দসিক ওঠানামা।
সেই ছন্দের তালে, যে রক্তগত অনুভূতি দুলে ওঠে, তারই প্রতিভাসে ভেসে ওঠে এক প্রিয় মুখ। জোছনায়, বৃষ্টিপাতে, শ্রমে তাকেই খুঁজতে চায় মন।
যদি কখনও মনে হয়, সে প্রিয় নিরুদ্দেশ, এক চির ভাসানের কষ্টে শূণ্যতা এসে ঘিরে ফেলে মন। কিন্তু, সে তো আপাত! ভালবাসায় থাকে শুধুমাত্র হারানোর ভয়। কোনো আঁধার আতঙ্ক তো থাকে না!
(www.theoffnews.com - poem feelings love)
Post A Comment:
0 comments so far,add yours