সভ্যতার লেবাসে আমি ন্যাকামী করতে শিখিনি।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিরক্ত করবেন না কেউ।
প্রচলিত সংস্কৃতির অনেক কিছুই আমি পছন্দ করিনা।
গত রাতে কুকুরছানাগুলি বারবার দরজায় নক করেছে,
আমি দরজা খুলে দেখতে পারিনি।
আমি ওদের শীতের কাপড় দিতে পারিনি।
এখনও কিছু মানুষ শীতের মধ্যেও খোলা আকাশের নিচে ঘুমায়।
শীতে কষ্ট পায়।
এখনও নারী, এবং অধিকাংশ নারীই ভালোবাসাহীন হিম শীতলতায় একা বিছানায় ছটফট করে রাত কাটায়।
এখনও অধিকাংশ নারী বিরক্তিকর স্বামীর সাথেই রাত কাটাতে বাধ্য হয়।
এখনও পছন্দের খাবারের অভাবে, আমার বাবুটা পেটপুরে খেতে পারে না।
কোথাও ভালো খাবার মুখে দিতে গেলে এখনও আমার বাবুর কথা মনে করে কেবলই কান্না পায়।
এখনও এমন অনেক মা আছেন, আমারই মতো।
এখনও আমার স্কুলের অধিকাংশ শিশুর অপুষ্ট মুখ,
আমাকে আমার শিশুর অপুষ্ট মুখের সাথে মিলিয়ে কাঁদতে লাগায়।
এখনও অন্যায়ের বিচার না পেয়ে রাগে আমার শরীর কাঁপে।
আমার জন্য সকল শুভকামনা, শুভেচ্ছা আমি নিষিদ্ধ করে দিলাম।
সভ্যতা বহির্ভূত সমাজের এসব ন্যাকামী, নিষিদ্ধ করে দিলাম আমি আমার বিবেকের কাছে।
পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন।
ন্যাকামী আমাকে তাই ক্লান্ত করে...
(www.theoffnews.com - Bangladesh Happy new year 2021)
Post A Comment:
0 comments so far,add yours