সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু ভারতে। বিশ্বের ৩০টি সবচেয়ে দূষিত শহরের ২১টিই সেদেশে অবস্থিত। প্রতিবছর সেখানে বিষাক্ত বাতাসের কারণে ১০ লাখ মানুষ মারা যান। এর প্রধান কারণ হলো ভারত বিশ্বের ২য় বৃহত্তম ইট প্রস্তুতকারক। যা বৈশ্বিক কার্বন নিসঃরণের ২০ শতাংশের জন্য দায়ী। 

ভারতের স্থপতি তেজস সিন্ধওয়াল বিষয়টি জেনে হতচকিত হয়ে পড়েছিলেন। এরপরই পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি দূষিত বায়ু থেকেই ইটজাতীয় টাইলস তৈরির পরিকল্পনা হাতে নেন। তার কোম্পানি বাতাস থেকে কার্বন আলাদা করেন। এরপর তা দিয়ে তৈরি করে স্টাইলিশ টাইলস। 

ভারতের বাতাসে সুক্ষ্ম কণার পরিমাণ খুবই বেশি। এ কারণে দেশটিতে প্রচুর মানুষ ফুসফুস ও হৃদরোগে মারা যান। এভাবে কালো কার্বনকে বাতাস থেকে সরিয়ে ফেলা পরিবেশের জন্য সুসংবাদ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কার্বন ক্রাফট নামে কোম্পানিটি বলছে, এই কার্বন থেকে তারা কালিজাতীয় একটি পদার্থ তৈরির প্রক্রিয়া আবিস্কার করেছে। 

এই কালিটিকে অভিকর্ষ বর ব্যবহার করে শিট বানানো হয়। এরপর বাদ দেয়া হয় ভারী ধাতু। এরপর পাউডার বানিয়ে তা থেকে তৈরি করা হয় টাইলস।

(www.theoffnews.com - Bangladesh India polluted Air) 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours