মৌসুমী প্রামাণিক, লেখিকা, কলকাতা:

আন্দোলন চলছে। ধর্মঘট হচ্ছে প্রতিবাদও চলছে। তবে কৃষক বিদ্রোহের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলির ভূমিকা অত্যন্ত নিরাশাজনক। এই প্রথম বিজেপি সরকার ব্যাকফুটে। আর বিষয়টিকে এনক্যাশ করার মতো পারদর্শিতা কোন দল তথা নেতা-নেত্রীর নেই? সকলে শুধু নিজের ঘর গোছাতে ব্যস্ত। খেয়োখেয়ি করে বেড়াচ্ছে। কৃষক আন্দোলনটিকে বৃহত্তর জন আন্দোলনের রূপ দেওয়াই যেত। কিন্তু না! হাতে গোনা কয়েকটি দল ছাড়া কেউ তেমন ইনিসিয়েটিভই নিল না। বামেদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এটা তো একটা বড় সুযোগ ছিল মোদী-শাহ নামক ফ্যাসিস্ট দলকে জনগনের সামনে অ্যাট লিস্ট নাঙ্গা করার। না! বাম দলগুলিও সেভাবে সকলকে দলে টেনে কিংমেকার হবার সুযোগ হাতছাড়া করলো। তারা নিজেদের অস্তিত্ব জাহিরে ব্যস্ত। অথচ বামেদের বুদ্ধিমত্তা নিয়ে কোন প্রশ্ন ওঠার কথাই নয়। 

ভীষন পুওর ও অদূরদর্শী বিরোধী রাজনীতি। হয়তো বিল উথড্রো হবে। আপনারা নৈতিক জয় হয়েছে বলে দুহাত তুলে নাচবেন। তাতে গণতান্ত্রিক রাজনীতিতে বিশেষ কিছু লাভ হবে কি? বিরোধীরা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাবেন আর ভারতের টুকরো টুকরো অংশ অনায়াসে বিক্রীত হয়ে যাবে। আপনারা কি সত্যি চাইছেন এই বিজেপি সরকারের পতন হোক? নাকি অজানা ভয়ে আপনারা সকলেই ভীত। নাকি ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন যে ওরা নিজেরাই শেষ হবে একদিন। সে গুড়ে বালি। কেউ আপনাদের স্পুন ফিডিং করে দেবে না। যাদের চেষ্টা নেই ৫০%'এর বেশী জনগনও তাদের সাথে কেন থাকবে কেন ভোট দেবে বলতে পারেন? আলাপ আলোচনার পথে কেন যাবেন আপনারা যখন বল সম্পূর্ণ আপনাদের কোর্টে? প্রশ্নগুলো মানুষের মনে উঠছে ও উঠবেই এবং সময় আপনাদের কাছে জবাব চাইবেই। ঐতিহাসিক ভুল ঘোষনা করে কিন্তু পার পাওয়া যাবে না।

(www.theoffnews.com - farmers agitation Indian politics BJP opposition)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours