মঙ্গলবার চিড়িয়াখানার পশু চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। সিংহগুলো কিভাবে কোভিড পজিটিভ হলো বিষয়টি নিয়ে তদন্ত করছে।
জালা, নিমা ও রান রান নামের তিনটি সিংহিনী। আর কিম্ব নামের একটি সিংহ। কোভিডের লক্ষণ দেখা দেয়ার পর সিংহগুলোর কোভিড পরীক্ষা করা হয়। এ ছাড়াও চিড়িয়াখানার দুই জন স্টাফেরও কোভিড পজিটিভ এসেছে। দেশটিতে গত মাসে করোনাভাইরাস মহামারি চিহ্নিত হওয়ার পর চিড়িয়াখানায় এটাই প্রথম কোভিড রোগী পাওয়া গেলো।
চিড়িয়াখানার প্রাণীরা কর্মিদের কাছে আসার কারণে মানুষের কোভিড পরীক্ষা করার পাশাপাশি প্রাণীদেরও পরীক্ষা করা হচ্ছিলো।
চিড়িয়াখানার কর্মিরা নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, এপ্রিল মাসে তাদের চারটি বাঘ ও একটি সিংহের কোভিড পজিটিভ এসেছিলো। কিন্তু সবগুলো প্রাণীই কোভিড থেকে সেরে উঠেছিলো।
বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, সিংহদের চিকিৎসার বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
(www.theoffnews.com - Barcelona zoo lions corona)





Post A Comment:
0 comments so far,add yours