অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

(ছবিটি আঁকা স্বয়ং কবির)

একটা যুদ্ধ রচনা লিখবো তোকে নিয়ে,

বার বার উপেক্ষা আর ভালোবাসার অঙ্গীকার দিবি তুই!

তোর চলে যাওয়াটা বিস্বাদ লাগে বড়,

হোক না আজ মনটা অবাধ্য,

বাধ্য হয়ে প্রেম নিয়ে আসবি তুই!

ঘোর  বর্ষায় শীতের রুক্ষতা তোকে  নিয়ে আসে,

আমার বাড়িতে পাঁচিলে জমে থাকে রুক্ষ ঠোঁটের স্বাদ!

আগমনী গান গাই একমনে, তোর আগমনের চুপ কথা শুনি!

যুদ্ধ করি নিজের সাথে তবুও,

সময়কে হাতের মুঠোয় আঁকি!

(www.theoffnews.com - poem and painting)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours