সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

অফিস বা কর্মস্থল কাজ করার জন্যই। আর মাসভর কাজ শেষে মেলে বেতন। কিন্তু অফিসে গিয়ে হাই তুলে ঘুমালেও মিলবে বেতন। শুনতে অবাক লাগলেও, এটাই স্বাভাবিক। এমন চাকরিও আছে। ভারতীয় একটি কোম্পানি এমন চাকরির জন্য অফার দিচ্ছে।

ঘুমের জন্য চাকরির অফার দিয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুভিত্তিক একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। এটি মূলত ইন্টার্নশিপ। এই চাকরির শর্ত হলো, গভীর ঘুমে তলিয়ে যেতে হবে। ম্যাট্রেস প্রস্তুতকারী সংস্থা ওয়েকফিট ইনোভেশন প্রাইভেট লিমিটেড এমন কিছু মানুষকে খুঁজছে, যাঁরা ভালো ঘুমাতে পারেন। ১০০ দিনের জন্য ৯ ঘণ্টা করে ন্যূনতম ঘুমাতে হবে। এ জন্য পকেটে আসবে এক লাখ রুপি।

কোম্পানিটির পক্ষ থেকে ঘুমের জন্য ড্রেস কোডও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটি হলো পায়জামা। এ জন্য অবশ্য অনেকে এটিকে ‘পায়জামা পরার চাকরি’ বলছেন।

এই ইন্টার্নশিপে গড়ে কর্মীকে ৯ ঘণ্টা করে ঘুমাতে হবে। ১০০ দিন ধরে করতে হবে এ কাজ। তবেই মিলবে এক লাখ রুপি বেতন। ম্যাট্রেস প্রস্তুতকারী ওই সংস্থার দাবি, স্লিপ ট্র্যাকার দিয়ে ঘুমের সময় পরিমাপ করবে তারা। এ ছাড়া থাকবে কাউন্সেলিং সেশন, যেখানে কম ঘুমানোর সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

(www.theoffnews.com - Bangladesh sleep) 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours