২০ তারিখ বোলপুর আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে দলীয় কর্মসূচির বাইরে শান্তি নিকেতনে পরিদর্শন করবেন তিনি। সেই উপলক্ষে গোটা শহর জুড়ে বড় বড় প্ল্যাকার্ড ও হোর্ডিংয়ে ঢেকে গেছে শান্তি নিকেতনের মুখ। কিন্তু সেখানে অমিত শাহের ছবির নিচে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের ছবি। আর তাতেই বিতর্ক ছড়িয়েছে সর্বত্র। আশ্রমিক থেকে পড়ুয়ারা প্রতিবাদে নেমেছেন। জোড়ালো প্রতিবাদের পর বিজেপির তরফ থেকে সরিয়ে নেওয়া হয় সে সব হোর্ডিং। বিজেপির তরফে এব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মুখে কুলুপ এঁটেছেন। তাঁকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে তথা দলের বীরভূম পর্যবেক্ষকের কাছে ধমক খেতে হয়েছে বলে, সূত্রের খবর। তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, অমিত শাহরা যে বাংলায় বহিরাগত তা তাঁরা আবার প্রমাণ দিলেন। বাংলার সংস্কৃতির এমন অপমান বাংলার মানুষ মেনে নেবে না। বিশ্ব বরেণ্য রবীন্দ্রনাথের ছবি অমিত শাহের নিচে। একে ধিক্কার জানাই।
২০ ডিসেম্বর শান্তিনিকেতনে অমিত শাহের রয়েছে একগুচ্ছ কর্মসূচি। উত্তরায়ণে রবীন্দ্রনাথের চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে, ছাতিম তলায় যাবেন। বহিরাগতদের দঙ্গলে ভাঙার পর নবনির্মিত গেট দেখে উপাচার্যের সাথে বৈঠক করবেন তিনি। সেখানে বিশ্ব ভারতীর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে, বলে জানা গেছে। সেখান থেকে ডাকবাংলো মাঠে যাবেন। রোডশোতে যোগ দেবেন। শেষে শ্যামবাটিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি।
(www.theoffnews.com - Birbhum Amit shah Rabindranath Tagore picture flex South Bengal)
Post A Comment:
0 comments so far,add yours