“All men are same they just have different names “
হ্যাঁ, প্রত্যেকেই সমান তাদের শুধু নামটা আলাদা প্রত্যেকের গল্পেই মিল পাবেন কারোর ব্যার্থতার গল্প, কারোর দায়িত্ব বান হওয়ার গল্প, কারোর এক পলকেই সবটা হারিয়ে ফেলার গল্প, তারা দায়িত্ব বান তারা কাজ পাগল কারণ, পুরুষ মানুষ হয়ে কাজ করেনা? শুনলেই চক্ষু চড়কগাছ আরে ছেলেটা বেকার খাওয়াবে কি? কে নেবে ওর বাবা মা বৌ বাচ্ছার দায়িত্ব? যেন খাওয়ানোর দায়িত্বটা তার একার, একে বেকারত্বের জ্বালা তার উপর গালফ্রেন্ডের অন্যত্র বিয়ে কারন মেয়ের বাড়ি বলেছে প্রেম দিয়ে পেট ভরেনা বেকার ছেলে বিয়ে দেবেনা তারা, মন ভাঙ্গে এভাবে রোজ কত জনের সে হিসাব রাখিনা কারন পুরুষদের যে কাঁদতে নেই বরং হাসি মুখে বলতে হয় ওর বিয়ে হয়ে গেল রে, কখনো কোনো মেয়ে কলেজে পড়ছে শুনলে বলা হয় ওনেক বড় হল এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, যেন মেয়েটা পড়াশোনা করছেই ভালো ছেলের কাঁধে গচে যাওয়ার জন্য, আর সেই ভালো ছেলের ডেফিনিশন হল ভালো চাকরি অর্থাৎ মোটের ওপর সরকারি চাকরি, আর যদি কোনো ছেলে বছর তিনেক দিন রাত এক করে পড়াশুনা করে একটা সরকারি চাকরি পায় প্রথম মন্তব্য আসে এবার তো আর তোর মেয়ের ওভাব হবে না যেন সে দিন রাত এক করে পড়ল শুধুমাত্র যাতে বিয়ে করার মেয়ের ওভাব না পরে, আর ছেলে যদি বেসরকারি চাকরি করে প্রথম কথাই ক টাকা পাও বউ খাওয়াতে পারবে তো?
আর যদি কোনো ছেলে বেকার হয় তাকে শুনতে হয় দিদি তো পড়াশুনা করেছে শ্বশুর বাড়ি যাবে তুই কোথায় যাবি? কে খাওয়াবে তোকে? ছেলে বিদেশ গেলে মা একা থাকলেও শুনতে হয় তুই তো বাবা বিদেশে ভালোই আছিস, এটা বোঝেনা শিকড়ের টান ফেলে ভালো থাকাটাও এক প্রকার অস্বস্তি, খারাপ দেখতে কোনো ছেলের ভালো দেখতে বউ হলেই শুনতে হয় নিশ্চই সরকারি চাকরি করে এ ছেলে, আর যদি জানা যায় সে সরকারি চাকুরে নয় সাথে সাথে এটা শুনতে হয় কি দেখে বিয়ে করল বল তো?? যেন পুরুষ মানুষের ভালো দেখতে বা ভালো চাকরি করা ছাড়া কোনো ক্যুয়ালিটি থাকতেই পারেনা, সব দায় দায়িত্ব মোট কথা ছেলেদের, কখনও ছেলে হিসেবে কখনও স্বামী হিসেবে কখন পিতা হিসেবে, আর সবাইকে হাসি খুশি রাখার জন্যে সবটা হাসি মুখে তারা মেনেও নেয়!! তবে হ্যাঁ একথা বলা বাহুল্য কিছু বিক্ষিপ্ত ঘটনা সমাজেরই অংশ,
ভালো থাকুক প্রত্যেক পুরুষ পাক তাদের প্রাপ্য সম্মান। পুরুষ দিবস ও পরিচিতি পাক বাকি সব দিবসের মত।
Happy men’s day...
Post A Comment:
0 comments so far,add yours