সাজিয়া আক্তার, ফিচার রাইটার, বাংলাদেশ:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বেশ কিছুক্ষণ নকল কফিনে ঢুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

 জাকার্তার এক কর্মকর্তা জানিয়েছেন, কেউ যদি মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে তাদের জরিমানা ও শাস্তি দেওয়ার নিয়ম করা হয়েছে। শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে রেখে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করতে দেওয়া হয়। কমপক্ষে এক মিনিটের মধ্যে তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, নিজের জীবন সুরক্ষায় মাস্ক পরাটা জরুরি। করোনায় প্রতিদিন বিশ্বে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এতেও যদি মানুষ সচেতন না হয় তাহলে বিষয়টা খুবই দুঃখজনক।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours