দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা:

"লক্ষ্য আমাদের ক্ষমতা নয় লক্ষ্য সমাজতন্ত্র", এই স্লোগান তোলা সিপিএম এখন ব্যস্ত ভোট রাজনীতিতে৷ তাদের আদর্শগত চিরকালের শত্রু কংগ্রেস এখন বঙ্গ রাজনীতির মিত্র৷ বামেদের অনেক নেতাই বক্তৃতায়  মোদী ও মমতা প্রসঙ্গে বলেন, "বঙ্গে কুস্তি ও দিল্লীতে দোস্তি"৷ কিন্তু প্রসঙ্গত বাম ও কংগ্রেসও কিন্তু কিছু কম যায় না৷ কিছু দিন আগে কেরলে কংগ্রেসের হাতে খুন হন ডি. ওয়াই. এফ. আই এর দুই নেতা বলে অভিযোগ করেন বামেরা৷ যার প্রভাবে বঙ্গ রাজনীতিতে বামেদের  অন্দরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷

বঙ্গে কিছু বিক্ষুদ্ধ বাম কর্মীদের সাথে কথা বললে তারা জানান, "দুজন সাথী আজ যে কংগ্রেসের হাতে খুন হলেন তা নিয়ে তারা নীরবতা বজায় রেখেছেন স্বাভাবিক ভাবেই। প্রতিটি কমরেডের খুন হওয়া, আসলে আমাদেরই খুন হওয়া। খুনি দক্ষিণপন্থী ও মেকি বাম দালালদের থেকে সম দূরত্ব বজায় রেখে, শ্রেণি-ঘৃণা তীব্র হোক। হোক প্রতিশোধ৷" 

সুতরাং বামেদের কংগ্রেসের সাথে জোট রাজনীতি ও আদর্শের বিচ্যুতি নীচু তলার কর্মীদের মনে যে ক্ষোভ সৃষ্টি করেছে তা বলাই যায়৷ এই  ক্ষোভ আগামী দিনে ভোট বাক্সে পড়ে নাকি সেটাই এখন দেখার৷



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours