সাজিয়া আক্তার, জয়ে়ন্ট এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, এশিয়ার ৪৫টি দেশের অর্থনীতি ২০২০ সালে দশমিক ৭ শতাংশ সংকুচিত হবে। তবে ২০২১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্ববস্থায় ফিরে আসবে এবং ২০২২ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

মঙ্গলবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০ এর হালনাগাদকৃত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এই অঞ্চলের অর্থনীতি প্রায় তিন-চতুর্থাংশ হ্রাস পাবে।

পূর্বে ধারণা করা চলতি বছরের শূন্য দশমিক ১ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির হারের অনুমান থেকে সরে এসেছে এডিবি।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুকি সাউদা এক বিবৃতিতে বলেন, চলতি বছরে বাকি সময়টাতে অর্থনৈতিক মন্দায় ভুগবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও একই ধরনের ভবিষ্যতদ্বাণী করেছিলো।

এই অর্থনৈতিক সংকোচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হ্রাস পাবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পর্যটনের ওপর বিশেষ ভাবে নির্ভরশীল ফিজি ও মালদ্বীপের মতো দেশগুলো। তবে চীনের প্রবৃদ্ধি গতির দিকে থাকবে।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours