সুজিত দেবনাথ, ফিচার রাইটার ও শিক্ষক, মালদহ:

জীবন কখনো থেমে থাকেনা, জীবনকে থামিয়ে রাখার শক্তি কারো থাকে না। তবে জীবনে চলার পথে বাধা আসে হাজারে হাজারে। তাই সেই বাধাকে ডিঙ্গাতে কেউ কোমর ভাঙ্গে, কেউ কোমর শক্ত রেখে খাদ টপকে যায়। 

জীবনে কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। সময় না দিলে সফলতা মিলে না। একটু একটু করে প্রতিনিয়ত কচ্ছপের মতো বিরামহীন পায়ে এগোতে হবে। 

এখানে রেসের পর রেস। 

জীবন টাই পুরো মিশনের পর মিশন। ভালো রেজাল্টের মিশন পূর্ন হলেই চলে চাকরীর মিশন। তারপর সংসার মিশন যেখানে পদে পদে চ্যালেঞ্জ। চুপচাপ কতো কিছু সহ্য করে নিতে হয়। সেলফি ক্যামেরাটা সে সব ক্যাপচার করতে পারে না। 

তবে চাইলে আমরা প্রতিটা মিশনেই জয়ী হতে পারি বীরের মতো। শুধু মাঝে মাঝে সমস্যাগুলো সমাধানের বিষয়ে একটু ভাবতে হবে। দেখবেন হাসিখুশীতে বেঁচে থাকার হাজারো সমাধান আছে। 

সংসার জীবনে দুটো মানুষ মিলে এক মিশনে অনেক সময়ই সমস্যার সৃষ্টি হওয়াটা খুবই ন্যাচারাল। মনে পড়ে গেলো সেই প্রবাদটা। দুটো বাসন একসাথে থাকলে তো শব্দ হবেই। 

তবে সাবধান। 

সমস্যা সৃষ্টি হলে সেটাকে কখনো সমাধান না করে ছেড়ে দেবেন না। আজকের ছোট সমস্যা পরশু দেখবেন অনেক বড় হয়ে গেছে। গাছেদের মতো সমস্যারও প্রান আছে জানবেন। দিনের পর দিন বৃদ্ধি পাবে সমস্যাগুলো যদি এই আগাছাকে শুরুতেই না  ছাঁটাই করেন।

আর এর জন্য মনে মোবাইলের কভারের মতো কিছু না রাখাই অন্যতম উপায়। একদম উন্মুক্ত মনে মিশতে থাকুন। 

কখনো বলবেনই না - তোমার অনেক দোষ আমি ধরিনা তাই। 

বলবেন - এই তোমার হুট করে রেগে যাওয়াটা বড় দোষ। প্লীজ এটা দুর করার চেষ্টা করো না। 

সম্পর্কগুলো এভাবেই যত্নশীল হলে একটা সুখী কাপলের সৃষ্টি হয়। 

কেউ ভাবতেও পারেন আমি সুখী কাপল নয়। এটা ভুলেও ভাববেন না। 

ভাবতে হবে আমরা সুখি অবশ্যই। শুধু আমাদের মতানৈক্য জনিত জীবানুটাকে ধ্বংস করতে হবে মনের উন্মুক্ততা দিয়ে।  

নইলে নিজের বড় চাকুরীর সফলতা ও ব্যর্থ মনে হবে যখন দেখবেন আপনার প্রিয়জন মনের থেকে একটু দুরে চলে গেলেন নিজের অজান্তেই।

রিয়েল বন্ডিং নেভার এন্ডিং... 

আর সংসার জীবনে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রেও দুটি কাপলের মধ্যে বন্ডিংটা অনেক জরুরী। 

মা বাবার মধ্যেকার তিক্ত সম্পর্কের জন্য অনেক প্রতিভাবান বাচ্ছারা ও অসহায়ত্বে ভোগে। 

এটাই চরম সত্য একজন নারী ও পুরুষের সুন্দর সম্পর্কই যেনো জীবনের অন্য সব সফলতাকে উপভোগ করতে দেয় । কথায় বলে না সংসারে শান্তি না থাকলে সব বৃথা। 

তবে ষ্টার জ^লসা দেখে দেখে সবাই মর্ডান হয়ে উঠেছে এখন। 

সংসারের কত শত প্যাচালি শিখে শিখে নাকি অনেকে ট্রাই করে নিজের ফ্যামিলির উপর। 

প্লীজ কেউ এসব বাড়িতে ট্রাই করবেন না। বক্সিং এর থেকে ও ভয়ংকর। 

মনে কথা জমিয়ে না রেখে বলে ফেলুন। 

জানেন তো প্রেসার কুকার যদি সিটি না মারতে পারতো তাহলে বাস্ট হয়ে যেতো। ঠিক তেমনি মনের সিটি মারতে হয়। নইলে ডিপ্রেশনের চাপে মনে বিস্ফোরন ঘটে যেতে পারে। 

ভুল করেও সমস্যা দূরের জন্য পাথরের মূল্য জোগাড় করতে হয় না। একটু মন খুলে মিশলেই শান্তি ছড়িয়ে পড়ে জীবনে। জীবন গাইবে তাঁর জয়গান। হাজার সংসারের বাধা বিপত্তিকে পায়ে মুড়িয়ে জীবন চলবে অনাবিল আনন্দের হাত ধরে। শুধু জীবন নিয়ে ভাবনা সর্বদাই গঠনমূলক রাখতে হবে। 



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours