অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:আজ মন বেবাগী সুর ধরেছে একতারাতে,
মন কেমন করা সকাল আজ যেন বড্ড ফ্যাকাশে লাগছে!
পুরোনো কিছু স্মৃতি আজ বাতাসে ভাসছে সাথে তোমার কথা ও,
ভাতের ফ্যান পড়ছে উনুন বেয়ে এক মনে!
আমাদের না বলা কথাগুলো এভাবেই হয়তো গড়িয়ে পরে মন বেয়ে...
(ছবি এঁকেছেন কবি স্বয়ং)
Post A Comment:
0 comments so far,add yours