সাজিয়া আক্তার, জয়ে়ন্ট এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

যে কোনো অগ্নিকাণ্ডের সময় মানুষের গায়ে আগুন লাগতে পারে। গায়ে আগুন লাগলে সাধারণত আমরা ভয় পেয়ে যাই। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না যে কি করতে হবে। গায়ে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত কিছু ব্যবস্থা নিলে প্রাণ বাঁচানো সহজ হয়ে যায়। 

এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ উন্মুক্ত থাকে। আক্রান্ত জায়গায় চলমান ঠান্ডা পানির প্রবাহ ২০ মিনিট বা যতক্ষণ না তার জ্বালা-যন্ত্রণা এবং ক্ষতস্থানের গরমভাব কমে যায় ততক্ষণ পর্যন্ত দিতে হবে। সম্ভব হলে আক্রান্ত স্থানে স্যালাইন ওয়াটার ঢালতে হবে।

আক্রান্ত স্থান ফুলে যাওয়ার আগে ঘড়ি, বেল্ট, আংটি (যদি থাকে) ও কাপড় খুলে ফেলতে হবে। পুড়ে যাওয়া অংশে যদি কাপড় লেগে থাকে, সেটা না টেনে বাকি কাপড় কেটে সরিয়ে ফেলতে হবে। পুড়ে যাওয়া অংশে কোন ধরনের লোশন, টুথপেস্ট, তেল, ডিম এবং বরফ ব্যবহার করা যাবে না। শরীরের পোড়া ঝলসানো অংশে নরম, জীবাণুমুক্ত ও পরিস্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। ফোস্কা ভাঙ্গা যাবে না। দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours