অরুন্ধুতী সেনগুপ্ত, ফিচার রাইটার, দুর্গাপুর:

*_মর্ত্য বনাম স্বর্গ ওহঃ থুড়ি স্বর্গ বনাম মর্ত্য এর করোনার লকডাউন এর চিত্র স্বরূপ:-_*
*যদি দেবলোকে কোরোনা হতো*                ★প্রথমতঃ -সবথেকে বেশি খুশি হতেন *_জগন্নাথ_*কারন তাঁর হাত ধোয়ার বালাই নেই।।                                      ★সব থেকে সমস্যায় পড়তেন *_ব্রহ্ম_* ,অতগুলো মুখে মাস্ক পরাটাই সমস্যা।।                                   *কৈলাশে লকডাউন* ??                                 ★শিব-পার্বতী লক্ষী, গণেশ, কার্তিক, সরস্বতী সহ পুরো পরিবার গৃহবন্দী। এদিকে *নন্দী-ভৃঙ্গি* ও কাজে আসতে পারছে না! পার্বতীকে অরিজিনালি দশ হাতে হেঁসেল সামলাতে হচ্ছে; সানিটাইজার এর কালোবাজারীর জন্য দশ হাত ধোয়ার সমস্যা।। 
                                       ★জমায়েত নিষিদ্ধ, তাই *ইন্দ্রর* রাজসভায় নাচ-গান বন্ধ (*রম্ভা-উর্বশী-মেনকা*  ঘুমিয়ে নিচ্ছে)।।                                   ★ *নারদ* অবসাদ গ্রস্থ হয়ে পরেছে পাড়ার রিটিয়ার্ড কাকুদের মতন এবং অতিউৎসাহী কাকিমাদের মতন। কারণ লকডাউন এ PNPC বন্ধ। (DICORATE ER 250 3TIMES চলছে)।          ★ *দেবরাজের* আদেশে গোপনিরা আইসলেশনে; *কৃষ্ণের* মুখও ভার। (শেষ তথ্য অনুযায়ী অনুদা বলেছেন -খুব অন্যায় হয়েছে)।।                        সবচেয়ে ব্যাস্ত আছেন *যমরাজ* with his full team 24×7। আগামী 12 মাসের জন্য তাঁর বিভাগের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যুদ্ধ-কালীন ব্যাস্ততার সাথে *চিত্রগুপ্তের* সাথে মিটিং চলছে কবে কাকে কখন তুলতে হবে, এই ব্যাপারে ভারত,পাকিস্তান, বাংলাদেশ এর বড় বড় নেতারা *যম* বাবুকে সাহায্য করছেন।
*স্যার যম* এর চাপ বেড়েছে তদুপরি *চিত্র গুপ্তের*।                 *ব্যাপারটা এইরূপ:-* ★এত লাশ/বডি কিসে আসবে যমের দুশ্চিন্তায় কপালে ভাঁজ। এত দিন তো সিস্টেম এ নিয়ে এসেছে।                               ★চিতুর পাতলা পটি শুরু হয়েছে পাপের বিচার কি করে করবে?                                    ★এদিকে আগস্ট পরে গেল, গোপাল, মনসা, বিশ্বকর্মা গনু সবাই ফেসিয়াল, স্পা, হেয়ার কালার করে প্রায় রেডি, বুঝতে পারছেনা পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে!

(প্রতিবেদনটির উদ্দেশ্য কারও ভাবাবেগকে আঘাত দেওয়া নয়। নিছক হাস্য কৌতুক রসে এটি লেখা। তবুও কোনও পাঠক ভাবাবেগে আহত হলে নিশ্চয়ই ক্ষমাপ্রার্থী।) 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours