সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

সে এক অদ্ভুত রহস্যে ঘেরা গহন জঙ্গল। ঝুপ ঝুপ চুপ চুপ করে অন্ধকার নামতেই আচকমাই ঝটপট আলো জ্বলে। কেমন যেন এক অচেনা স্বর্গ রাজ্য। কত হাজার হাজার গাছ- গাছালির গা মেখে পর পর নানা রঙের আলোয় জ্বলে ওঠে অবাক করে দিয়ে। লাল-সবুজ-নীল-হলুদ-গোলাপি মিলে সে এক কেমন যেন স্বপ্নের অনুভব। ভারতের পশ্চিমঘাটের অন্যতম এক গভীর জঙ্গল ভীমশঙ্কর সূর্যাস্তের পর ঠিক এভাবেই আলোয় আলোয় ভরে ওঠে চারিদিক। মুম্বই থেকে কয়েক ঘণ্টার পথ পেরোলেই দেখা মেলে সেই আলোয়া মাখা ভীমশঙ্কর জঙ্গল। যেন এক ইন্দ্রজাল ম্যাজিক!! দিনে নানারকমের সবুজ থেকে সবুজালি, আর রাতে জঙ্গল যে পুরোটাই বাহারি রঙিন। দেখে যেন মনে হয় সারি সারি টুনি লাইট গাছের ডালে, পাতায় জড়িয়ে দিয়েছে কেউ।

কিন্তু কেন, কীভাবে এটা সম্ভব? সবার মনে এই প্রশ্নটা ঘুরপাক খাওয়া স্বাভাবিক। কারণটা কিন্তু জানলে মনে হবে গোটা ব্যাপারটা জাদুটোনা হয়তো হতে পারে। ভীমশঙ্কর জঙ্গলের গাছের ডালে ডালে, পাতায় পাতায় সেঁটে থাকে এক বিচিত্র ধরণের ফাঙ্গাস। যার প্রকৃত নাম মায়সিনা। এই বিশেষ প্রজাতির ফাঙ্গাস জীবন্ত থাকলেই তার কোষ থেকে বিকিরণ হয় নানা রঙের আলো। যা দিনের বেলায় সূর্যের আলোয় সেভাবে দেখা যায় না। রাতের অন্ধকার ঘন হলেই ফাঙ্গাসের আলো তীব্র হয়। গোটা জঙ্গলকে অদ্ভুত ভাবে আলোকিত হয়ে পড়ে। মায়সিনা আসলে বায়োলিউমিনেসেন্ট জাতীয় ফাঙ্গাস। আক্ষরিক অর্থে এই ধরণের ফাঙ্গাসের কোষে ফসফরাস ভরপুর থাকে। যার ফলে ফাঙ্গাসের গায়ের থেকে অনায়াসে নীল, সবুজ আলো বিচ্ছুরিত হয়। ৫০০ থেকে ৬০০ ন্যানোমিটার তীব্রতায় জ্বল জ্বল করে এই ধরণের ফাঙ্গাস। আর এই মায়সিনা ফাঙ্গাসেই যে পরিপূর্ণ আবৃত ভীমশঙ্কর জঙ্গল। জঙ্গলের আনাচে কানাচে থাকা এই  মায়সিনারা প্রভাবে অন্ধকারে জড়ালো হয়ে ওঠে। যা পর্যটকদের কাছে বাস্তবিকই বড় আকর্ষণ। তাই বলে, সব ঋতুতে মায়সিনা সমান ভাবে কিন্তু সক্রিয় নয়। ভেজা ভেজা মাটিতে বা সিক্ত গাছেই ফাঙ্গাসের আলোর ছটা বাড়তে শুরু করে অনেক বেশি মাত্রায়। তাই বর্ষণকালে পশ্চিমঘাটের ভিজে থাকা গাছে ও কাদা মাটিতে মায়সিনা যেন নতুনরকমের আলোময় জীবন পায়। সূর্য অস্ত যেতেই বৃষ্টিময় রঙিন মায়সিনারা ভীমশঙ্কর জঙ্গলকে আলোয় প্লাবিত করে দেয়। মুম্বই থেকে প্রায় ২৫০ কিমি দূরে এই বিশালাকার জঙ্গল। দিনে স্নিগ্ধ সবুজ আর সবুজ, আর রাত নামতেই নানা রঙের আলোর মায়াবী মনিমালা হয়ে ওঠে এই জঙ্গল।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours