সাজিয়া আক্তাত, ফিচার রাইটার, বাংলাদেশ:

অবাক লাগলেও সত্যি, মঙ্গলগ্রহে পানির দামে জমি কিনেছেন শৌনক দাস নামে এক বাঙালি তরুণ। সেই তরুণ ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা। লাখ টাকা নয়, মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে ভারতীয় টাকায় মাত্র ৩ হাজার রুপি!

কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতোমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়েছেন শৌনক।

শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সব দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours