দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ১৪ অগাস্ট: দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপন একদম দোরগোড়ায়। জাতীয় পতাকার স্টকে ঘাটতি নেই। কিন্তু লক ডাউন ও কোভিড ১৯ আবহে ক্রেতার ভিড় নেই। 

সরকারি অফিস, স্কুল, কলেজ, স্টেশন ফাঁকা। কোভিড আক্রান্ত হওয়ার ভয়ে বিভিন্ন সংস্থার দেখা নেই।  এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য জাতীয় পতাকার দোকানে ভিড় হত প্রচুর। রামপুরহাটের দেশবন্ধু রোড, ডাক বাংলো পাড়া, ব্যাঙ্ক রোডে সারি সারি পতাকার দোকানে দেখা যেত মানুষের ভিড়। এবার সেটা চোখে পড়ছে না।  দেশবন্ধু রোডের ব্যবসায়ী সামসুল আলি ও সানোয়ার আলিরা বলেন, অন্যান্য বছর জাতীয় পতাকার ৮০ শতাংশ বিক্রি হতো। ভালো লাভের মুখ দেখতে পেতাম। এবার ২০ শতাংশ বিক্রি নেই। শনিবার স্বাধীনতা দিবস। আজও সেরকম বিক্রি হলো না। লক ডাউনের জেরে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকায় এই সমস্যা। তাছাড়া, বিভিন্ন সংস্থা কোভিড সংক্রমণের কারণে বিভিন্ন সাংস্কৃতিক  অনুষ্ঠান স্থগিত রাখায় আমাদের এবার লোকসানের মুখ দেখতে হলো। অথচ এই দিনটির জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। কিন্তু অতিমারী ও লক ডাউন ব্যবসা শেষ করে দিল।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours