দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা:

গণতন্ত্র ও সমাজতন্ত্রের বুলি আওড়ানো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীদের অন্তরে ঘাঁটি  গেঁড়েছে পরিবারতন্ত্র৷ নেতৃত্ব নির্বাচনে যোগ্যতার পরিবর্তে নাকি  পরিবারতন্ত্রকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ পার্টির একাংশের৷ তাদের মতে বাবা, কাকা, মামা, মাসী, পিসি নেতা হলেই তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম উঠে আসছে নেতৃত্বের আসনে ৷ সংগঠনে যতই যোগ্যতম ব্যক্তি থাকুকই না কেন, যোগ্যতা হার মানছে অন্দরের দলবাজি ও পরিবারতন্ত্রের কাছে৷

"বাবা, কাকা পার্টি করতে গিয়ে জখম হলেই তার ছেলে অথবা মেয়ে নেতা", নেতৃত্ব নির্বাচনে নাকি এমন নিয়মই প্রযোজ্য৷ সাংগঠনিক দলবাজি এমন পর্যায় গেছে যে, নির্বাচনে দল হারুক ৭% হোক বা তার থেকে কম তা পুনরুদ্ধার করার মাথা ব্যাথা নেই কারোর৷ কিন্তু সন্মেলনে দলীয় কোন্দলে দল হেরে গেলে দুঃখে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় দলের একাংশের৷

সাংগঠনিক অবস্থার পুনরুদ্ধারের কথা তো দূর নেতৃত্বের একাংশের বিলাসিতা, কর্মীদের সাথে উগ্র ব্যবহার দেখলে বোঝার ক্ষমতাই নেই যে পার্টিটা এখন সরকারে নেই৷ ফলে ক্ষোভ বাড়ছে পার্টির অন্দরে৷ পার্টিতে একাংশের অক্লান্ত  স্বার্থহীন পরিশ্রম এই সমস্ত নেতৃত্বের স্বভাবের কাছে হার মানছে৷ ফলে ভবিষ্যতে পার্টির অবস্থা কি হবে? তারা আবারও মানুষের মনে জায়গা করে নিতে পারবে কিনা? অথবা দলীয় কোন্দলে নিজেদের ভোট ব্যাঙ্ক হারায় সেটাই এখন দেখার। (ক্রমশঃ)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours