সাজিয়া আক্তার, ফিচার রাইটার, বাংলাদেশ:

এটি কোনো অ্যাকুরিয়াম না, নয় কোন মাছের চৌবাচ্চা। চা কিংবা কফি খাচ্ছেন অথবা চিকেন বা চাইনিজ খাবারের কোনো মেন্যু বেছে নিয়েছেন। খেতে খেতে অনুভব করলেন পায়ের পাতায় কিছু যেন চিমটি কাটলো। নীচে তাকাতেই দেখতে পাবেন পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে নানান রঙিন মাছ। 

দেখলে মনে হবে হরেক রঙের মাছের মেলা বসেছে রেস্তোরার মেঝেতে। দৃশ্যটি অনেকটা অদ্ভূত ঠেকলেও এমন অভিনত রোস্তোরা তৈরি করেছেন সাতক্ষীরার যুবক দেলোয়ার হোসেন বাপ্পী। সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কে এই মৌবন রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারটি।

ব্যতিক্রমী এই রেস্তোরাঁয় পানির মধ্যেই পাতা রয়েছে চেয়ার-টেবিল। আর গোড়ালি পর্যন্ত পানিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট বিভিন্ন রঙের মাছ। বিশেষ করে শিশুরা খুবই উপভোগ করছে এই পরিবেশ। আর বড়দেরও হচ্ছে নতুন অভিজ্ঞতা। এসব অভিজ্ঞতার বর্ণনা ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই শেয়ার করছেন।



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours