দীপ্তেন্দু চক্রবর্তী, প্রবাসী লেখক, টরোন্টো, কানাডা:

ক্যারিবিয়ান আইল্যান্ডের মধ্য কিউবা একটা ঐতিহাসিক দেশ সারা বিশ্বে। আমেরিকানরা কিউবাতে পাকা ঘাঁটি করেছিল। ফ্লোরিদা থেকে মাত্র নব্বই মাইল দূরত্বে হাভানা। সাদা বালির অপূর্ব বিচে পর্যটকেরা ঝেটিয়ে আসে কিউবার নানা প্রান্তে। ভেরাদের। হুগিনস, সান্তিয়াগো, হাভানাতে বহু হোটেল আর টুরিস্ট লজ। আমেরিকান ব্যবসা, গাড়ি, কারখানা কিউবাকে একটা আমেরিকান শহরের মতো করেছিল। কিন্তু মানুষ প্রেসিডেন্ট বাতিস্তার অত্যাচারে লুঠে একেবারে গরীব জাতিতে পরিণত হয়েছিল। তারপরের ইতিহাস সবাই জানে কি করে ফিদেল রুজ কাস্ত্রো বিদ্রোহ করে ১৯৫৯ এ কিউবাকে নিয়ে নেয়। বাতিস্তা আমেরিকাতে পালিয়ে যায়। ফিদেলের সাথে বন্ধুত্ব করলো রাশিয়া। কমুনিস্ট চিন্তাধারা। দেশের সব বাড়ি সম্পত্তির দখল নিলো ফিদেল সরকার। হাভানাতে আমি একটা রিক্সা ভাড়া করেছিলাম কয়েকদিনের জন্য। রিক্সাওয়ালার নাম হুলিও। বেশি বয়স না। আমাদের দেশের মতো রিক্সা। হুলিও একটা বিশাল বাড়িতে থাকে। একদিন গিয়েছিলাম। একটা ঘর, ছোট রান্নাঘর, আর টয়লেট। চারতলা বাড়িটাতে ষোলোটা ঘর।বিরাট বড়োলোকের বাড়ি ছিল। এখন বাড়ির মালিক আর আরো হুলিয়ার মতো মানুষেরা ভাগাভাগি করে থাকে। একজন এতো বড় বাড়িতে এক থাকতে পারবে না। খারাপ কি? কলকাতার বহু মানুষ তাদের বাড়ির একটা অংশ দখল করে নিয়েছে ভাড়াটেরা। সামান্য ভাড়া দেয় বহু বছর ধরে। অবসর পাওয়া নাগরিক চোখের জল ফেলে দিনের পর দিন তাদের ন্যায্য ভাড়ার জন্য। ভাড়াটে তোলা যায় না, এমনকি রেন্ট কন্ট্রোলে জমা থাকা ভাড়াও মালিকেরা পান না এই মগের মুল্লুকের রাজ্যতে। ভাবি কিউবার মতো রাস্তায় থাকা মানুষদের এই সব বিশাল বাড়িতে ঢুকিয়ে দেওয়া হোক। গোয়েঙ্কার এত বড় বাড়ি জমির কোনো দরকার নেই চারজনের জন্য। ফিদেল কাউকে জমি দেবে না। কেউ নিজে জমিতে ফসল ফলাতে পারবে না। বাজারে বিক্রি করলেই তুমি ক্যাপিটালিস্ট হয়ে যাবে। মানুষের সেকি দুর্দিন শুরু হলো। বাতিস্তার থেকে কম কিছু না। দেখেছি রোগ হার জিরজিরে মানুষ আখের ক্ষেতে কাজ করছে। রাস্তায় সামান্য ছবি বা পুঁতির মালা বিক্রির চেষ্টা করছে চুপি চুপি। বাজারে কোনো খোলা খাবার নেই বা কেনা যাবে না। রেশন অনুযায়ী খাবার পায় প্রতিটা পরিবার। তাতে মাস চলে না। স্কুল বিনা পয়সায়, চিকিৎসা বিনা পয়সায়। রপ্তানি করে চিনি আর অসুধ সারা বিশ্বে আর ল্যাটিন আমেরিকাতে। আমরা গিয়ে থাকতাম নানা রিসোর্টে। ফাইভ ষ্টার।যত খুশি ভালো মন্দ খাও, যত খুশি পান করো। হেমিংওয়ের প্রিয় জায়গা হাভানা। আমেরিকা থেকে তিন দিনের জন্য বেড়াতে এসে হেমিংওয়ে কিউবার প্রেমে পরে গেলেন। এখানেই পরে একটা বাড়ি কিনলেন। আর তার "পিলার" বোটে মাছ ধরতেন। "ওল্ড ম্যান এন্ড দ্যা সি"                    

"ফেয়ার অয়েল টু দ্যা আর্মস"  তার বিখ্যাত বই। এল ফ্লোরিদা বলে একটা বারে হেমিংওয়ের আড্ডা ছিল। খুব মোহিত পান করতেন।পুদিনা চটকে, লেবুর রস আর টাকিলা। টাকিলা বানানো হয় ক্যাকটাস থেকে। আমি একবার টাকিলা পান করে কলাগাছের মতো পরে গিয়েছিলাম। ছাড়তে বিয়ে করেছিল হেমিংওয়ে। ১৯৬১ এ আমেরিকার আইদহতে মুখে বন্দুক ঢুকিয়ে আত্মহত্যা করেন। কিউবার মানুষেরা কিন্তু আমাদের হোটেলে ধুতে পারে না বা খেতে পারে না। যারা কাজ করে তারা ঠিক আছে কিন্তু বাইরের কেউ আস্তে পারবে না। খুব খারাপ লাগতো। আমরা খাবার ভর্তি করে ব্যাগে নিয়ে বাইরের ঘোড়ার গাড়ি ওয়ালাকে দিতাম বা কোনো বাচ্ছাকে। কিউবার চুরুট হচ্ছে বিশ্ব বিখ্যাত আর খুব দামি। কখনো দেখিনি তামাক পাতা সিল্কের মতো হয়? কয়েক ধরণের তামাক পাতাকে কৌশলে রোল করে চুরুট বানানো হয়।কহিবা বা মন্টি ক্রিস্টো নামের  চুরুটের দাম এক বাক্স পঁচিশ /থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি হয়। আর কিউবার গলদা এক দেখাবার মতো গলদা। পাথরের মতো রং, ছিট্ ছিট্, আর মাথায় একটা লম্বা এন্টেনা দু ফুট মতো। মজা হয়েছিল একবার। হাভানার সমুদ্রে কাটামারাঙ করে যাচ্ছিলাম আর মাঝে মাঝে সাঁতার কাটছিলাম। হটাৎ একজন জল থেকে উঠে বলে কি লঙ্গোস্টিন কিনবো কিনা? লংগোস্টিন মানে গলদা? বিরাট সাইজ আমাকে দেখালো জল থেকে তুলে? পরেরদিন আমাদের কানাডাতে ফেরা। আমার যা নোলা? ঠিক হলো রাত্রে ও আমাকে হোটেল থেকে তুলে নিয়ে যাবে গলদার জায়গায় সেখানে থেকে আমি কিনবো। সেকি এডভেঞ্চার? রাত্রি বারোটায় আমি ওদের সাথে রিকশায় বেরলাম। জলের ধারে বসে আছি। একটা নৌকা এলো। তার ভেতরে খলবল করছে বড় বড় গলদা। কুড়িটা নিলাম। সব বেআইনি।গলদা বাইরে নেওয়া যায় না বা কানাডাতে ঢোকানো যায় না। আমি তো আমি? হোটেলের ফ্রিজার থেকে প্রচুর বরফ নিয়ে ব্যাগে গলদাগুলো রাখলাম। আমার বৌ বলেদিলো যে সে আমাকে চেনে না এয়ারপোর্টে ধরলে? কিউবা এয়ারপোর্টে ধরলো না। টরোন্টো এয়ারপোর্টেও কোনো চেক হলো না। উফফ সেই গলদা ফ্রিজারে রেখে বহুদিন ধরে খেলাম। ভালো থাকবেন। (ক্রমশঃ) 

(ছবি সৌজন্যে: প্রতিবেদক। ছবি: কিউবা সফরকালে প্রতিবেদক)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours