মৈত্রেয়ী চক্রবর্তী, নৃত্যশিল্পী ও ফিচার রাইটার, কলকাতা:

একেই বলে রক্ষকই ভক্ষক। তাও আবার মহানগরীর আমজনতার এক্কেবারে সামনাসামনি।
মুখ্যমন্ত্রীর "save drive safe life" জনসচেতনতার বার্তার পিছনে প্রকাশ্যে তোলা আদায়ের অভিযোগ পুলিশের দিকে৷ আজ শুক্রবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ঢালাই কারখানা মোড়ে প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ার সহ একজন পুলিস কন্সটেবেলকে তোলা আদায় করতে দেখা যায়৷ ত্রকাধিক লড়ি ও বাইক চালকের কাছ থেকে টাকা তোলে পুলিশ ৷ কোন কারন ছাড়াই কেস দেবার ভয় লড়ি চালকদের ও বাইক চালকদের থেকে ১০০ টাকা তোলা হয়৷ টাকা দেবার পর কোন রিসিট তাদের দেওয়া হয় না বলে অভিযোগ৷
লড়ির চালকদের সাথে কথা বলে জানা যায়, পুলিস লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছে ফলে বাধ্য হয়ে তাদের টাকা দিতে হচ্ছে৷ বাইক চালকদের সমস্ত তথ্য যাচাই ও হেলমেড পড়া সত্ত্বেও পুলিস টাকা নিচ্ছে৷ বাইক চালকদের অভিযোগ টাকা না দিলে পুলিশ বাইক ছাড়বেনা না হুমকি দেয় এমনকি সামনে কোন সাইবার ক্যাফে না থাকায় পুলিশ তাদের হাতেই টাকা দিতে বলে, শুধু তাই নয় টাকা দেবার পরও তাদের কোন রিসিট দেওয়া হয়নি৷ প্রকাশ্যে জন সন্মুখে পুলিশের এধরনের তোলা আদায় স্বভাবতই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার যে তলানিতে সেকথা বোঝাই যায়৷

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours