সুস্মিতা সেনগুপ্ত, লেখিকা ও শিক্ষিকা, বারাসাত, কলকাতা:

সারা বিশ্ব যখন করনায় ওষ্ঠাগত, ঠিক সে সময়ে মে মাসের আম্ফান ঝড় পশ্চিমবঙ্গকে তছনছ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন, যাকে সারা বিশ্ব রয়েল বেঙ্গল টাইগার আর সুন্দরী গাছের জন্য চেনে। সেই সুন্দরবন ঝড়ে তার নিজস্ব প্রাকৃতিক তাল হারিয়ে ফেলেছে। গ্রামের পর গ্রাম ধুলিস্যাৎ হয়ে গেছে। 
সুন্দরবন সত্যিই সুন্দরী। যে দেখেছে সেই মুগ্ধ হয়েছে। নদী, বন, বাঘ নিয়ে সুন্দরবন। আজ সেখানকার মানুষ একটু ত্রাণ এর জন্য অপেক্ষায় থাকে সকাল থেকে। কখন একটা বোট আসে তাদের জন্য একটু খাবার নিয়ে। আমিও বিভিন্ন সংবাদ পরিবেশন থেকে ওদের দুরবস্থা দেখে বসে থাকতে পারিনি। মে মাসের ২০ তারিখ ১৫০০ জনের খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছিলাম। তাদের আগে থেকে প্রশাসন খবর দিয়েছিল বলে সেই ভোর থেকে তাদের লাইনে অপেক্ষা আমার হৃদয়ে আঘাত হেনেছিল। এক যেন সুন্দরবন তার শ্রী হারিয়েছে। তবে নিশ্চয় আবার সুন্দরবন তার নিজের গতি ফিরে পাবে।

(ছবি সৌজন্যেঃ প্রতিবেদক)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours