সাজিয়া আক্তার, ফিচার রাইটার, বাংলাদেশ:

স্মার্টফোনের দৌলতে গোটা দুনিয়া এখন মুঠোফোনে বন্দি। কিন্তু এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন সমস্যার পড়তে হয়, সে যত দামী বা ব্র্যান্ডেড মোবাইল হোক না কেন, এই ব্যাটারি সমস্যার মুখে পড়তে হয় কম-বেশি প্রায় সকলকেই। অন্য যে কোন ব্যাটারির মতোই স্মার্টফোন ব্যাটারিরও নির্দিষ্ট বয়স থাকে। তারপরেই ফোনের ব্যাক আপ কমতে শুরু করে।
ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার কারণগুলো জেনে নেই:

১. ডিসপ্লে অন থাকা

২. ডিসপ্লের বেশি ব্রাইটনেস

৩. জিপিএস

৪. ইন্টারনেটে বিজ্ঞাপন

৫. ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ

৬. ভুল চার্জারে ফোন চার্জ

যে অ্যাপ ফোনে সব থেকে বেশি ব্যাটারি নষ্ট করছে নীচের কয়েকটি ধাপে সহজেই জেনে নিতে পারবেন।

১। স্মার্টফোনে সেটিংস ওপেন করুন।

২। এবার অ্যাবাউট ফোন ট্যাপ করুন।

৩। এখানে 'ব্যাটারি ইউজ’ অপশন খুঁজে সেখানে ট্যাপ করুন।

৪। সেখানে কোন অ্যাপ ফোনের কত শতাংশ ব্যাটারি নষ্ট করেছে সেই তালিকা দেখে নিতে পারবেন।

ফোন ব্যবহার না করলেও যে কারণে ফোনের ব্যাটারি কমে যাচ্ছে ?

ফোন বন্ধ থাকলেও আপনার ফোনের ব্যাটারি কমতে পারে। এর প্রধান কারণ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ। এক বা একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে স্লিপ মোডেও ব্যাটারি কমতে পারে। সেই ক্ষেত্রে কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে তা খুঁজে বার করে ফোন থেকে ডিলিট করতে হবে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours