অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

এভাবেই থেকো, আমায় আগলে রেখো, 
হোক বর্ষণ কিংবা ঘন মেঘ!
মনের রংচটা দেয়াল কিংবা পাতাঝরা  বাগান, 
সময় করে সব টুকু নেবো কুড়িয়ে!
দলছুট কিছু মেঘ, আপনমনে ঘুরছে আজ  পথ হারিয়ে, 
তারাও আজ পথভুলে দিশাহীন হচ্ছে 
সময় যে যায় গড়িয়ে! 
রাংতায় মোড়া আদর কিছু উপরি পাওনা আমার জুটেছে, 
আজ সব কিছু যেন এলোমেলো
স্রোতের বিপরীতে নদী বইছে!

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours