ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

দুর্গাচরন চট্টোপাধ্যায়ের নামে  রেলের  হল্টিং স্টেশনের সৃষ্টি  হয়েছিল।সুদীর্ঘ পঁচানব্বই  বছর সেটির  পরিচয়   শুধুই  একটি  হল্টিং স্টেশন।  স্বাধীনোত্তোর  ভারত গঠনের জন্য  সরকার  গৃহীত  পঞ্চ বার্ষিক  পরিকল্পনায়  ভারী শিল্প   নির্মাণকালে দুর্গাপুরে ইস্পাত  কারখানা  গঠনের  সিদ্ধান্ত নেওয়া হ'লে  জলের  প্রয়োজনে  দামোদরের  উপর বাঁধ দেওয়া হয়  এবং  বিদ্যুৎ  এর  জন্য  যে  তাপবিদ্যুৎ  কেন্দ্র  নির্মাণ করা হয়  স্টেশনের  নামানুসারে  নামকরন  হয় 'দুর্গাপর  প্রোজেক্ট  লিমিটেড।'
 এরইকারখানার। নামকরন   হয় 'দুর্গাপর  ইস্পাত কারখানা। ' এরপরই এই জনপদের নাম  হয় 'দুর্গাপর। '
           দুর্গাপুরের  ইতিহাস জানতে  হলে  এলাকার  তৎকালীন জমিদার বাড়ির  ইতিহাস জানতে  হবে। সগরভাঙা  তথা  গোপীনাথপুরের জমিদার  পরিবারের আদি বাড়ী  ঢাকা  বিক্রমপুরে।  এঁদের পারিবারিক  কাঠের  ব্যবসা। তাই।  তাঁদের উত্তরসূরীদদের একটি  পরিবার  ব্যবসার জন্য। দাইহাটে গঙ্গার  তীরে  বসরাস শুরু করেন। ( চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours