অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

(বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে) 
 
এই ধরাতে কত কিছুই না দেখার আছে, 
তারি মধ্যে সবুজ ছোঁয়া মনে জাগায় হরষ!
প্রাণের পরশ পেতে গেলে গাছ লাগাও ভাই, 
গাছের মতো ভালো বন্ধু আর কোথাও নাই!
বেঁচে থাকার রসদ পাবে ছোট্ট চারা মাটিতে লাগাও, 
এরাই আমাদের বাঁচিয়ে রাখবে যতই আসুক না কোনো বড় প্রলয়!

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours