মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

আলতা নামটাতেই এক চিরন্তন ভালোলাগা জড়িয়ে আছে মেয়েদের জীবনে। সোহাগ মানেই আলতা রাঙা পায়ের কিছু মনভোলানো কথা। সেই ছোট্ট বেলায় পুতুল খেলার সময় থেকে আলতা পরা নরম পায়ের ছোটাছুটির ইতিহাস সব মেয়েরই থাকে। আমার বেশ মনে আছে আলতা  বৌ আসত মা কাকিমাদের আলতা পরাতে। আমিও বসে যেতাম পাকা গিন্নীর মত।আলতার কথা বলে শেষ করা যায় না।
রঙের নামও দুধে আলতা। এই আলতা জলে পা ডুবিয়ে মেয়েরা প্রবেশ করে তার সংসার জীবনে।
মেয়েদের পায়ে আলতা  কবিদের কবিতা, গান আর শিল্পীর  তুলির রসদ যোগান দিয়েছে।
"টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে 
ও আমার কমলিনী শিহরিয়া যায়।
যেন লজ্জাবতীর চরণ হতে আলতা ধুইয়া যায়"
বা 
"আলতা পায়ের মিষ্টি ছোঁয়ায় পথ চল প্রিয়া যে আমার।"
যদিও আলতা এখন ব্রাত্য। এয়োস্ত্রী আলতা পরবেই বা  প্রতি বৃহস্পতিবার আলতা পরার নিয়ম শিথিল তবু্ও এর আবেদন নারীর কাছে চিরন্তন। 
দিলাম কিছু আলতার কিছু নকশা যা দিয়ে কোমল দুটি পায়ের সৌন্দর্য মন কাড়বেই।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours