সুপর্ণা ভট্টাচার্য, নাট্যকর্মী, বজবজ, দক্ষিণ ২৪পরগনা:

কোভিড ১৯।এক উৎকন্ঠার নাম।
তবে এর থেকে ও যা উৎকন্ঠার কারণ তা হলো ,এই অসুখটি নিয়ে নানা মুণির নানা মত। সিংহভাগ মানুষ আমরা অসেচতন এবং অজ্ঞ এই অসুখটির সম্বন্ধে,বা ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে। কথাতেই আছে'অর্ধেক জ্ঞান অপেক্ষা অজ্ঞানতা শ্রেয়'।
মিডিয়ার পরিসংখ্যান দেখে আতঙ্কে দিশাহারা।নিজের ওপর নিয়ন্ত্রণ নেই।
আক্রান্ত হচ্ছেন রোগী,তাঁর বাড়ির মানুষ।চিকিৎসক থেকে সেবিকা।
অমানবিক, অসামাজিক হয়ে উঠছি ক্রমাগত।
'সামাজিক দূরত্ব' সর্ব অর্থেই সার্থক হয়ে উঠছে।
সাবধান হই।সময় এখনো আছে।
চারটি দেওয়াল নিয়ে বসবাস অসহনীয় হবে একসময়। দমবন্ধ হয়ে আসবে।
করোনার প্রকোপ ক্রমহ্রাসমান হবে তার নিয়মেই,বা হয়তো প্রতিষেধক আবিষ্কার করে ফেলবেন গবেষকরা।
কিন্তু এমন চললে সামাজিক ক্ষত গভীর হবে আরো।যা কখনো ভরাট হবে না।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours