ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

কোন কারনে তাঁরা  দাইহাটে  ত্যাগ করে  বাঁকুড়ার জগন্নাথপুরে  চলে  আসেন  এবং  স্হায়ীভাবে  বসবাস  শুরু  করেন। কিন্তু  স্হানীয় সদগোপ  জমিদারের  সাথে  মতবিরোধ  হওয়ায় জগন্নাথ পুর  ত্যাগ করে     বসন্ত রঞ্জন  চট্টোপাধ্যায়    দামোদরের উত্তর তীরে  বর্তমান  নডিহা  গ্রামে  বসবাস  শুরু  করেন। 
           গ্রামের  নডিহা হওয়ার দুটি  কারন  হতে পারে। প্রথমতঃ  পূর্বে  দামোদরের প্রতি বছর বন্যা হতো তাই। দামোদরকে বলা হতো "বাংলার দুঃখ।  প্রচন্ড  বন্যার পর পলি পড়ে  নতুন করে। কিছু  স্হলভাগের।সৃষ্টি হয়। 'ডিহি  শব্দের অর্থ 'ডাঙা ' সময় বন্যার পর। এ'ই  স্হলভাগের সৃষ্টি হওয়ায় 'নতুন ডাঙা' অর্থাৎ 'নব ডিহা'-এর নামকরন  হয়।  পরে  অপভ্রংশ  হয়ে  'নডিহা ' হয়। 
                 দ্বিতীয়তঃ  'ডিহি বা ডিহা ' শব্দের  আর  একটি অর্থ হল ' ছোট  নৌকা ' সম্ভবতঃ  এখানে  চট্টোপাধ্যায়  পরিবারের  নয়টি বানিজ্য তরী  ছিল  তাই  ' নয় ডিহা' থেকে  জনপদের নাম  নডিহা  হয়েছে। 
                বসন্ত রঞ্জন চট্টোপাধ্যায়  এই  গ্রামে  আজীবন  বসরাস  করেন। বিভিন্ন  দলিল 
 দস্তাবেজ থেকে বসন্ত  রঞ্জন চট্টোপাধ্যায়ের একমাত্র  সন্তান  গোপীনাথ চট্টোপাধ্যায় এর  নাম জানা যায়। 
               গোপীনাথ চট্টোপাধ্যায়  বর্ধমান -মহারাজের  নিকট  এই  জনপদের  জমিদারীর ইজারা  নেন।  সেই সময়  এলাকাটি  ছিল  জঙ্গলাকীর্ন।  এই  জঙ্গলের এলাকাটি  তিনি  জমিদারীর  ইজারা  নিলেন  কেন?  সে বিষয়ে  বিভিন্ন  বিশেষজ্ঞদের  বিভিন্ন মত। (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours