বন্ধু তুমি মনের কাছেই থাকো প্রেমের অনুরোধে,
আমার সারা মধ্যাহ্ন কেটে যায় শুধু তুমি তুমি করে!
মনখারাপের দুপুর দালান, একলা কড়ি বড়গা,
তবুও তুমি কাজের মাঝে আলতো প্রেমের জলসা!
কুঞ্জে কুঞ্জে ভ্রমর ঘোরে, পতঙ্গ রা ছুটে ছুটে,
প্রেমের দুচারটে কলি হয়ে থাকো সারা মনটা জুড়ে!
ভালোবাসার কোলাজ গড়ছি, গাইছি সুখের গান,
তোমার জন্যে মরতে পারি হাজার বার, নেই কোনো পিছুটান!
Post A Comment:
0 comments so far,add yours