ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

কর্নসেনের  পরাজয়ের  সংবাদ  পেয়ে  ধর্মপাল  তাঁর  সেনাপতি  মহামদকে   পাঠালেন! ইছাইকে  দমন  করতে! কিন্তু  পারলেন  না  তিনি! ব্যার্থ  হয়ে  গৌড়ে  ফিরে  গেলেন! ঢেঁকুরগড়ের  রাজসিংহাসনে  বসলেন  ইছাই  ঘোষ! এখানেও  সূচনা  হ'লো  গোপ  রাজত্বের!
               জনশ্রুতি , ইছাই- এর  পক্ষে  ছিলেন  তাঁর  আরাধ্যা  দেবী  মা  শ্যামরূপার  অহেতুকী  কৃপা! বাল্যকালে  জঙ্গলে  মাঠে গরু চরানোর  সময়   আপন মনে "মা -মা " বলে  চিৎকার  করে  কেঁদে  উঠতো  ইছাই! একদিন  মা  শ্যামরূপা  তাঁকে  দেখা  দিয়ে  কোলে  টেনে  নিলেন!   মা  শ্যামরূপা  হয়ে  গেলেন  ইছাই  ঘোষের  আরাধ্যা  দেবী!
                  বর্তমান  গড়জঙ্গলের দেবী  মা  শ্যামরূপার সম্পর্কে নানা  কিংবদন্তী  প্রচলিত! কথিত  আছে, দেবী  মা  চন্ডিকা  হলেও  তাঁর  নাম  ' শ্যামরূপা ' হওয়ার  কারন-প্রথমতঃ রাঢ়ের  এই  অঞ্চলে  বহু পূর্বে  মহাভারতের  যুগে ' শুম্ভদেশ ' নামে  খ্যাত  ছিল  এবং  মধ্যম    পান্ডব  ভীম  এই  শুম্ভদেশ  জয়  করেছিলেন  বলে  উল্লেখ  পাওয়া  যায়!  তাই  এই  স্হানের নামানুসারে  দেবীর  নাম সম্ভবতঃ শ্যামরূপা ! দ্বিতীয়তঃ এই  এলাকায়  বহুপূর্বে  শুম্ভরূপা নামে  জনগোষ্ঠীর  বাস  ছিল! তাঁদের  নামানুসারেই  এই  এলাকার  দেবীর  নাম  হয়েছে  শ্যমরূপা! তৃতীয়তঃ এই  এলাকায়  তিনটি   দেবদেবীর  নাম  পাওয়া  যায়! শুম্ভরূপা, শুম্ভেশ্বরী  ও শুম্ভরায়! বর্তমান  অজয়ের  উত্তর তীরে  বোলপুরের  সন্নিকটে  শুম্ভরায়ের  অধিষ্ঠান! তাঁর  নামানুসারেই  শুম্ভরায়  অপভ্রংস হয়ে ' সুপুর ' এ  পরিনত  হয়েছে!অজয়ের  উত্তরে  ইলামবাজারের  কাছে  দেবীপুরে  শুম্ভেশ্বরী  দেবী  পুজিতা  হ'ন! অজয়ের  দক্ষিনে  গড় জঙ্গলে  শুম্ভরূপা  দেবী পূজিতা  হন! শুম্ভরূপা  অপভ্রংস  হয়ে ' শ্যমরূপা'  হয়েছে! চতুর্থতঃ বহু পূর্বে 'মা  চন্ডিকার ' উপাসক  ছিলেন  এক  কাপালিক! তিনি  এক  বলিকাকে  দেবীর  সন্মুখে  বলি  দিতে  উদ্যত  হলে বৈষ্নব কবি  জয়দেব  তাঁকে  নিরস্হ করতে  'শ্যাম ' অর্থাৎ  ' কৃষ্ন'রূপে দেবীকে  দর্শন  করান ! তাই  দেবীর  নাম  হয় ' শ্যামরূপা '। (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours