দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

সোমবার থেকে জেলার মধ্যে বাস চলাচল শুরু হওয়ার কথা ঘোষণা করেছে সরকার। আর তাতেই মহা ফাঁপরে বাস মালিকরা। বীরভূম জেলা বাস মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি সুনীল কুমার ঘোষ বলেন,  তাঁদের ১৭০ টি বাস আছে। যা ৩০ টি রুটে চলে। আর যার মধ্যে অনেক বাস আন্ত জেলায় চলাচল করে। এক্ষেত্রে শুধুমাত্র জেলার মধ্যে যে বাসগুলো চলে তাদের কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, ৪০ সিটের বাসে ২০ জন যাত্রী নিয়ে চললে শ্রমিকদের বেতন মেটাতে পারবো না আমরা। তাছাড়া, জয়দেব থেকে ইলামবাজার আসতে  ২০ জনের বেশি যাত্রী নেওয়া হবে না। কিন্তু প্রতি স্টপেজে যাত্রী থাকলে নেওয়া যাবে না। বা বাসে সব সময় ২০ জন যাত্রী থাকবে এটা কী করে সম্ভব?
তিনি বলেন, আমরা বুঝতে পারছি করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার এটা করছেন। তাই আমরা চাই, সরকার রিক্যুইজিশনে বাসগুলো নিয়ে চালাক। আমরা শ্রমিক দেব।  তবে এক্ষেত্রে সাতদিনের টাকা অগ্রিম দিতে হবে। কারণ বিগত বিধান সভা নির্বাচনে আমাদের বাস নেওয়া হয়েছিল, তার বিলের সবটা এখনও পর্যন্ত আমরা পাইনি।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours