অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

নীল বেদনায় কাঁদছে মন,
শরীর আঁটছে ফন্দি!
শরশয্যায় শুয়ে হৃদয় ভীষ্ম,
তবু তোমাতেই বন্দী।
এবেলায়  ফুরিয়ে মন, আসকারা চায়
 ঠোঁটে, 
আলোর ফুলকি ছুটছে এ মন জুড়ে, 
দিশা  হারিয়ে চলেছি, বিনিময়ে কষ্টের সিকিভাগ কপালে।
নিবিড় ছায়ায় ছন্দ মিলন ফুল হয়ে ফুটছে, 
তবুও বাঁধা মানছে না মন, কি জানি কি আছে বরাদ্দে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours