দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীদের দেওয়া হচ্ছে না সঠিক পরিমান খাবার। রামপুরহাট ষ্টেশনে এমনই অভিযোগ করলেন শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীরা। ফলে রামপুরহাট ষ্টেশন থেকে ট্রেন ছাড়ার পর শ্রমিকরা ফের চেন টেনে ট্রেন থামিয়ে দেয়।
জানা গিয়েছে, ৫ মে রাত্রে ০৭০০৩ আর শ্রমিক স্পেশাল ট্রেনটি তেলেঙ্গনা রাজ্যের ঘাটকেসর ষ্টেশন থেকে ১২০০ যাত্রী নিয়ে বিহারের ভাগলপুর ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। ওই রাত্রে ট্রেন ছেড়ে আসানসোল, দুর্গাপুর হয়ে ট্রেনটি রামপুরহাট ষ্টেশনে বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢোকার কথা ছিল। কিন্তু ট্রেনটি চার ঘণ্টা বিলম্বে সকাল ৯ টা নাগাদ রামপুরহাট ষ্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে থামে। সেখানেই সংবাদমাধ্যমের কাছে খাবার এবং পানীয় জলের অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ট্রেনের যাত্রী হাইদ্রাবাদে কর্মরত মহম্মদ হজরত, মিরাজ সেখরা বলেন, “ট্রেন ছাড়ার আগে রাত্রে একবার খাবার দিয়েছিল। তারপর বুধবার রাত্রে ডাল ও ভাত দেওয়া হয়। তারপর থেকে আর খাবার কিংবা পানীয় জল কিছু মেলেনি। ফলে ট্রেনের সমস্ত যাত্রী সকাল পর্যন্ত না খেয়ে রয়েছে। অনেক বাচ্চা রয়েছে অভুক্ত অবস্থায়”। এদিন ট্রেন ঢোকার আগে রামপুরহাট ষ্টেশন ঘিরে ফেলে আর পি এফ, জি আর পি ও রাজ্য পুলিশ। তাদের সামনেই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে ষ্টেশনের কল থেকে পানীয় জল ভরে নেন। সাড়ে ন’টা নাগাদ ট্রেন রামপুরহাট ষ্টেশন ছেড়ে দেয়। ট্রেন ৪ নম্বর প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই চেন টেনে ট্রেনের গতি থামিয়ে দেওয়া হয়। ফলে রামপুরহাট শহরের দুটি ওয়ার্ডের মাঝে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন ১ ও ১৪ নম্বর ওয়ার্ডের মানুষ। দীর্ঘক্ষণ পর ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর মানুষ যাতায়াত শুরু করে। এদিকে ষ্টেশন ফাঁকা হতেই বেসরকারি ঠিকাদারের লোকজন দিয়ে প্লাটফর্ম সানিটইজার করা হয়।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours