দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

মানিক বন্দ্যোপাধ্যায়ের মদন তাঁতিকে মনে আছে? করোনা ভাইরাসের জেরে বীরভূমের বসোয়া গ্রামের তাঁতিদের অবস্থা খুবই খারাপ। তাঁত বন্ধ। মাকুর খুটখাট শব্দ আর শোনা যায় না। ঘরে অভাব।   কর্মহীন হয়ে পড়েছে তাঁরা । এখন একদিকে  পেটের টান অন্যে দিকে আর্থিক দুরবস্থা । বসোয়ার তাঁতী প্রধান গ্রাম।  তাঁত শিল্পের উপর রুটিরুজি তাঁদের। 
আজ প্রায় দীর্ঘদিন ধরেই তাঁত শিল্প অচল হয়ে পড়েছে নেই মালের আমদানি ও রপ্তানি । তাঁত শিল্পী রঞ্জিত দাস ও পরেশনাথ দাস জানান, "আমাদের কলকাতা বাজার যতদিন না খুলবে  ততদিন আমরাও অচল ।অর্থাৎ ,আমাদের তাঁত শিল্পের সামগ্রী - তানা,ভরনা,  এই সবকিছুই আমরা এখন একদমই পাচ্ছিনা,অন্যদিকে আমাদের মহাজনকে টাকা চাইলে মহাজন এখন মুখ ফিরিয়ে দিচ্ছে । পাচ্ছিনা কোন আর্থিক সহায়তা রাজ্য ও কেন্দ্র থেকে। আগামী দিনে লকডাউন আরো কয়েকদিন বেড়ে গেলে আমরা খুবই সংকটে পড়ে যাব"।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours