দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

প্রথাগত ঐতিহ্য মেনে ১৫৯তম রবীন্দ্র জয়ন্তী পালন হল শান্তিনিকেতনে। উপাসনা গৃহে প্রার্থনার মাধ্যমে যথারীতি গুরুদেবের জন্মদিবস পালনের সূচনা হয় শান্তিনিকেতনে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাই উপাসনা মন্দিরে যান এবং প্রার্থনা করেন।
তারপর রবীন্দ্র ভবনে গিয়ে রবীন্দ্র চেয়ারে গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। তারপর ছাতিম তলায় পুষ্পার্ঘ্য নিবেদন হয়। উপস্থিত ছিলেন কর্মী মণ্ডলের গুটি কয়েক সদস্য।  বড় করে অনুষ্ঠান না হলেও যথাযথ মর্যাদার সাথে হয় বলে জানান কর্মী মণ্ডলের সদস্য কিশোর ভট্টাচার্য।  বিশ্বভারতীর ছাত্রী শোভা দে বলেন, অন্য বারের মত রবীন্দ্র জয়ন্তী পালন না হওয়ায় মন খারাপ লাগছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু করার নেই।

অন্যদিকে, রামপুরহাট জেলা প্রেস ক্লাবের তরফে রামপুরহাট মহকুমায় রবীন্দ্র জয়ন্তী পালিত হয়।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours