ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
শ্যামরূপা দেবীর প্রতিষ্ঠা কে করেছিলেন সে সম্পর্কে নানা কিংবদন্তী আছে! জনশ্রুতি, এক কাপালিক তন্ত্র সাধনা করার জন্য তাঁর আরাধ্যা দেবী মা চন্ডীকার প্রতিষ্ঠা করেন! তাঁকেই বৈষ্নব কবি জয়দেব দেবীকে শ্যাম রূপে দর্শন করান তাই দেবী দশভুজা চন্ডিকা এখানে ' শ্যামরূপা ' নামে খ্যাতা!
সেই তন্ত্র সাধক প্রত্যহ নদীতে স্নান করে,আরাধ্যা দেবীর পূজা করতেন!কথিত আছে, একদিন নদীতে স্নান করতে গিয়ে আর ফিরলেন না ! একটা টকটকে লাল জবা ফুল হয়ে নদীর জলে ভেসে গেলেন! পরে ইনিই ত্রিষষ্টি গড়ের অধিপতি ইছাই ঘোষের আরাধ্যা দেবী হয়ে যান!
কিছু কিছু ঐতিহাসিকের মতে পাল যুগে নয় নয় সেন আমলে শ্যামরূপা দেবীর প্রতিষ্ঠা হয় এবং সেই সময় ঢেঁকুর গড়ে দু'টি স্বর্নমূর্তি ছিল একটি দশভূজা দেবী দুর্গার অন্যটি চতুর্ভূজা দেবী কালিকার!
জনশ্রুতি চতুর্ভুজা কালীমূর্তিটি বর্তমানে মাইথনের কল্যানেশ্বরীতে পূজিতা হ'ন! 'মায়ের থান' থেকে ' মাই কি থান ' তার থেকে স্হানের নাম করন হয়েছে ' মাইথন '!
তবে কল্যানেশ্বরী দেবীর থাকে শ্যামরূপা মায়ের একটা যোগসুত্র পাওয়া যায়! শ্যামরূপার মন্দির পশ্চিম মুখী অর্থাৎ কল্যানেশ্বরীর দিকে! আর কল্যানেশ্বরীর মন্দির পূর্বমুখে অর্থাৎ শ্যামরূপা মন্দিরের দিকে অবস্হিত! বেলা ১২ টা পর্য্যন্ত শ্যামরূপার পূজা হয়, আর বেলা ১২ টার পর কল্যানেশ্বরীর পুজা শুরু হয়!
(চলবে)
Post A Comment:
0 comments so far,add yours