ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

তখন  বাংলায়  চলছে  পাল  রাজত্ব! গৌড়ের  সিংহাসনে  ধর্মপাল!  রাঢ়  বঙ্গের  ঢেঁকুর  গড়ের  সামন্ত  রাজা  কর্নসেন! তাঁর  বিরূদ্ধে  যুদ্ধ  ঘোষনা  করলেন  গোপ কুলতিলক  ইছাই  ওরফে  ঈশ্বর  ঘোষ! ইছাই  বাছা বাছা  খয়রা, চুয়াড়  ডোম  ও বাগদীদের  নিয়ে  আক্রমন  করলেন  কর্নসেনের  রাজ্য! যুদ্ধে  কর্নসেনের   দুই  পুত্র  নিহত  হলেন! বৃদ্ধ  পরাজিত  বিদ্ধস্ত  কর্নসেন  যুদ্ধক্ষেত্র  থেকে  পলায়ন  করে  আশ্রয়  নিলেন  ময়না  গড়ে ( অধুনা  পূর্ব মেদিনীপুরের  ময়না)!
           জনশ্রুতি, ইছাই  ঘোষ বাল্যকালেই  পিতৃ মাতৃহীন  হয়ে  ঢেঁকুর গড়ের  সন্নিকটে বনগাঁয়  তাঁর  মামার বাড়ীতে  মানুষ  হতে  থাকেন! তাঁর  পিতা  সোম  ঘোষ  ছিলেন  পারক্রমী  বীর! কিন্তু সল্পায়ু  ছিলেন! খুব  অল্প  বয়সেই  মারা  যান! ইতিহাস  তাঁর  সম্পর্কে  নিরব কারন  তিনি  পরস্ত্রী  অপহরন  করে  মহাপাতক  হয়েছিলেন! ইছাই  ঘোষের  কাহিনীর  সাথে  জড়িয়ে  আছে  তাঁর  আরাধ্যা  দেবী  মা  শ্যমরূপার  নাম! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours