অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

দিলদরিয়া মাঝি তুই, জোয়ার ভাঁটা বুঝিস,
মন কেমনের রাতে এখন ও মনের মানুষ খুঁজিস।
কৃষ্ণ চূড়া, পলাশ, পিয়াল মাদল হেথায় বাজে,
ফেরারি মন হদিশ খোঁজে, মন লাগেনা কাজে।
মনের উঠোনে শ্রাবন মাস, একটানা বৃষ্টি,
ভিজিয়ে দিলো শরীরটা কে, আবছা হলো দৃষ্টি।
সুর তুলছে ঝড় উঠছে কালবৈশাখী মনটা উথাল পাথাল,
চাঁদপানা ঐ মুখ যে তোমার করে আমার মন মাতাল।

Share To:

THE OFFNEWS

Post A Comment: