ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

করোনা মোকাবিলায় নিজেদের এক মাসের সন্মানিকের অর্ধেক দান করলেন ইন্দাস থানার পুলিশ।  দেশজুড়ে করোনা মহামারী রুখতে লকভাউন ঘোষনা করেছেন সরকার। এই অবস্থায় ইন্দাস থানা এলাকার ২৫০ জন প্রান্তিক গ্রামবাসীদের দিকে হাত বাড়িয়ে দিল ইন্দাস থানা। এদিন ইন্দাসের ওসি বিদ্যুৎ পালের নেতৃত্ব গোবিন্দপুর মোড়ে ভিলেজ পুলিশ,সিভিক পুলিশ সহ অন্যান্য অফিসাররা নিজেদের সন্মানিক থেকে অর্ধেক টাকা দিয়ে চাল য,ডাল,আলু, সয়াবিন, বিসকুট, সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি নির্দেশ ও নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই কাজ সম্পন্ন করেছেন ইন্দাস থানার পুলিশ। স্থানীয় গ্রামবাসী জেলাপুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Share To:

THE OFFNEWS

Post A Comment: