অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

আমার  শহর  তিলোত্তমা, রোজ ই  সাজে নতুন রঙে,
আমার শহর কান্না ভিড়ে দুঃখ ভুলে হাসতে জানে!
কলেজস্ট্রিট, বইপাড়াতে কচি কাঁচাদের ভিড়ে,
বইপত্তর কেনাবেচা চলছে হই হই করে!
বসন্ত কেবিন  আর প্যারামাউন্ট আজ ও ঐতিহ্য বহন করে,
কেসি দাসের মিষ্টির কথা দেশ বিদেশে নাম কেনে!
এই শহর কে চিনতে হলে পায়ে হেঁটে  দেখতে শিখুন,
অফিস পাড়ার ক্লান্তি ঘুচিয়ে চক্ররেলে  ভ্রমণ করুন!
বাবুঘাটে বাবুরা নেই, তবে গঙ্গার শোভা আজ ও অমলিন,
রেসকোর্স ঘোড়াদৌড় এ  জিতুন  বাজি টেক্কা দিন!
আমার শহর আমার কাছে মাটির জননী,
সকাল দেশের রানী সেজে আমার জন্মভূমি!

Share To:

THE OFFNEWS

Post A Comment: