শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উ: ২৪ পরগনা:

করোনা সংকট মূহুর্তে দুর্গাপুরের তেগ বাহাদুর পাবলিক স্কুলের তদারকিতে স্থানীয় দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এই উদ্যোগে হাজির ছিলেন স্কুল প্রিন্সিপাল সহ বিদ্যালয়ের কর্মরত সবাই।
দুর্গাপুরের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাওয়ার হাউস বস্তির প্রায় সাড়ে চারশো পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ওই সামগ্রী। এই তথ্য জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল সুতপা আচার্য। তিনি বলেন, 'করোনা প্রাদুর্ভাবের ফলে লকডাউন চলছে। ফলে এই এলাকার মানুষেরা বিপদে দিন অতিবাহিত করছেন। তাই আমরা এলাকার সাড়ে চারশো পরিবারের পাশে দাঁড়িয়েছি।' তাঁর আরও মন্তব্য, এই মহতী কাজে আমরা পাশে পেয়েছি আমাদের শিক্ষক, স্টাফ, পরিচালন সমিতির সদস্যদের। এছাড়াও এনসিসিতে যুক্তদের উপস্থিতি আমাদের প্রেরণা যুগিয়েছে।

Share To:

THE OFFNEWS

Post A Comment: