অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

এভাবেই হয়তো মানুষ বেঁচে থাকে, প্রতিদিন কোটি কোটি মানুষের মন খারাপ, তারা ভাঙতে ভাঙতে নিজেকে ফুরিয়ে দিচ্ছে. যারা বেসামাল হচ্ছে তারা চিরতরে বিলীন হচ্ছে, আর যারা আশার আলোর  সন্ধান পাচ্ছে তারা বেঁচে ফিরেছে. কিছু দল খালি পায়ে মিছিল, বিপ্লব করছে, যদিও ব্যর্থতা সেখানে বেশি. আবার কিছুদল শীততাপ নিয়ন্ত্রিত ঘরে  বসে কফির চুমুকে কিছু জরুরি আলোচনায় মগ্ন. তোমার সাথে কেও নেই আজ, শুধু ছায়া ছাড়া. কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ছায়া নাকি গোপনে সন্ধি করছে তোমার সাথে প্রতারণা করবে বলে. প্রেমে মজে যাওয়া যুবক কিন্তু এখন বেপরোয়া  জীবন ছেড়ে গৃহ পালিত হয়েছে. এ চৈত্রের অন্তিম লগ্নে মন খাঁ খাঁ করা একটা হওয়া যেন কিছু একটা ইঙ্গিত দিচ্ছে আমাকে...
চাওয়া, পাওয়া, মন সুখ কোনোটাই চিরস্থায়ী নয়, এ পৃথিবীতে কালের চক্রে 'চক্রবৎ পরিবতন্ত্যে দুঃখানি চ সুখনি চ. আমরা অল্প কদিন বাঁচি, তবু এ সময়ে কত সুখ দুঃখ  আমাদের আচ্ছন্ন করে রাখে. কত গ্লানি কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায়. কত শূন্যতা বুকের মধ্যে হা হা করে. আমরা ভেঙে চুরে যাচ্ছি, কিন্তু আবার উঠেও দাঁড়াছি. আজীবন এই জীবনবিপ্লব চলতে থাকবে. যতদিন পৃথিবীতে মানব জীবন থাকবে...

Share To:

THE OFFNEWS

Post A Comment: