অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

তোমার আমার সম্পর্কের সাতকাহন,
সকাল থেকে রাত মিলন, চোখে চোখে কথা।
বাড়ছে তিক্ততা, মনআঙিনায় জমছে অভিমান,
এর থেকে ভালো ছিল আমার একতরফা বদনাম আর নিয়ম মাফিক দেখা।
আজ আমি আমার পোড়াকপাল নিয়েই খুশি,
আমার সবুজ মন আজ বড্ডো একরোখা আর ক্লান্ত।
বেপরোয়া বসন্ত আর সেখানে বসত করেনা,
তাই ঠিকানা হারিয়ে কাঁটা তে ক্ষত পরিযায়ী পাখি রাও দিকভ্রান্ত।

Share To:

THE OFFNEWS

Post A Comment: